অদৃশ্য দেয়াল
অদৃশ্য দেয়াল
শূন্য সেই পথ মানবহীন
নেই কোন সরকারী ছুটি,
তবুও কেন প্রতিদিনের মত
যাচ্ছে না দেখা দু-একটি জুটি ।
আকাশ পানে নেই যে আলো
মেঘের ঘনঘটা ,
কুয়াশা বৃষ্টি যাচ্ছে দিয়ে
হালকা পানির ছটা ।
বাতাস এসে নিরুৎসাহে
দিচ্ছে উষ্ণ ছোঁয়া ,
গাছ-পালা চুপি সারে
বের করছে অগন্ধ ধোঁয়া ।
পাখ-পাখালির নেই যে কোন
কিচির-মিচির গান,
সব কিছুই যেন নীরবতা ,
অসাড় অনড় অপ্রান ।
হাত ঘড়িটার সেকেন্ড কাটা
সরছে না এক বিন্দু ,
ব্যথায় ভরা হার্টবিটে
জমেছে জল এক সিন্ধু ।
কোথায় এলাম ? বকুল তলার
উঁচু ঢিপির পাশে
কি সুন্দর ! চারদিকে ভরা
ছোট -বড় সবুজ ঘাসে ।
তবে যে ঢিপির উপর
কয়েক মিটার নতুন তোলা মাটি,
মনে হচ্ছে তার নিচে
চাপা রয়েছে শীতল পাটি ।
ব্যাপার কি ? ডাকছে কে ?
ঐ ঢিপির ভেতর থেকে
আমার মতোই সত্যি কি !
কাউকে দিয়েছে রেখে ?
লেখক –
সোহেল আহমেদ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
No comments